Wellcome to National Portal
Main Comtent Skiped

আগামী২০ জানুয়ারী ২০২৫ হতে ০৩ ফেব্রুয়ারি ২০২৫তারিখ পর্যন্ত ভোটারদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে।২০০৮ সালের ০১ জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম তাদেরও তথ্য সংগ্রহ করা হবে। মৃত ভোটারদের ভোটার তালিকা হতে কর্তনের জন্যও তথ্য সংগ্রহ করা হবে।


Title
ভোটার স্থানান্তরের জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজনঃ
Details

১. আবেদনকারীর এনআইডি কপি।
২. যে ভোটার এলাকায় স্থানান্তর হইতে ইচ্ছুক সেএলাকার নাগরিকত্ব সনদপত্র।
৩. চেয়ারম্যান প্রত্যয়নপত্র।
৪. পৌরকর অথবা চৌকিদারি টেক্স
৫. ইউটিলিটি বিলের কপি। যেমনঃ বিদ্যুৎ, পানি, গ্যাস এর যে কোন একটি।
৬. ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় শনাক্তকারি হিসেবে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর বা মেম্বারের এনআইডি নম্বর সহ স্বাক্ষর ও সিল থাকতে হবে।


নোটঃ ভোটার স্থানান্তরিত হওয়ার পর নতুন কার্ড পেতে অনলাইনে নির্ধারিত ফি জমাদান পূর্বক পুনরায় আবেদন করে কার্ড সংগ্রহ করতে হবে। 

Images
Attachments
Publish Date
19/03/2024
Archieve Date
31/12/2025